প্রতারণার ফাঁদে, সুপারভাইজার পারভেজ

অপরাধ

প্রতারণার ফাঁদে পড়ে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের সুপারভাইজার পারভেজ এর পঞ্চাশ হাজার টাকা নিয়ে উধাও হেলপার হৃদয়।

রিপোর্টারঃ রাজিবুল ইসলাম

পারভেজ আমাদেরকে জানায়,তিনি কক্সবাজার থেকে ঢাকা আসার পথে কক্সবাজার হোটেল মিডওয়ে তে যাত্রি বিরতি দেয় এ সময় পারভেজ এর কাছে যাত্রী ক্যাশ ছিল ৫০০০০/- টাকা তিনি হারানো ও ডাকাতের ভয়ে ড্রাইভার এর পাশে টুল বক্স এর ভিতরে  টাকাটা রাখে, এ সময় হেল্পার হৃদয় তা দেখতে পায় তারপর ছলে বলে কৌশলে টুল বক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায় জানা যায়, হেলপার হৃদয় ঢাকা আব্দুল্লাহপুরে বসবাস করে,   সুপারভাইজার  পারভেজ  অতি গরিব লোক যদি কোন ব্যক্তি এই প্রতারককে চিনতে পারেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের স্থানঃ  গাবতলী এনা ট্রান্সপোর্ট ফরমান রাজু আহমেদ 01958135171

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *