আজ ২৫/১১/২০২৩ ইং রোজ শনিবার সাংবাদিক মোঃ রাজিবুল ইসলাম রাজীব এর বড় ছেলে মোঃ আরিয়ান ইসলাম (আয়াত) এর শুভ জন্মদিন
ছেলের প্রতি বাবার জন্মদিনের স্টাটাস,
শুভ জন্মদিন প্রিয় পুত্র আমার।
সত্য আর সুন্দরে স্বপ্নের চেয়েও বড় হও। কখনো অন্যের কষ্টের কারণ হয়োনা। জীবনে চলার পথে কখনো কখনো ঠকে যেয়ো তাতে আনন্দ পাবে। জ্ঞনের ক্ষুদায় সবসময় ক্ষুদার্থ থেকো। জীবনের প্রতি সন্তুষ্ট থেকো। কৃতজ্ঞ থেকো সৃষ্টি কর্তার সিদ্ধান্তের প্রতি। শত কষ্টের মাঝেও হাসতে ভুলে যেওনা। মানুষকে সম্মান দিতে শিখবে।
স্বার্থক ও সফল হোক তোমার জন্ম।